কাশফুল ,ভাদ্রে উজ্জীবিত হয়ে,
আশ্বিন কে শুভ্রতা দিয়ে কার্তিকের হাওয়ায় উড়ে যায়।
শিমুলফুল ,মাঘ উপেক্ষা করে,
ফাল্গুন কে রাঙিয়ে চৈত্রের হাওয়ায়, তুলো হয়ে উড়ে যায়।
তোমার ভালোবাসা,
ঠিক এমনি করে দিকশূন্যপুর করেছো।
প্রেম অবিনশ্বর, আজে ভালোবাসি তোমায়।