শাওয়াল মাসের চাঁদ উঠেছে
এলো খুশির ঈদ
আনন্দ -উল্লাস সবার কন্ঠে
ঈদ মোবারক ঈদ।
নেই ভেদাভেদ ঈদগাহে,
নামাজ পড়ে করবো কোলাকুলি
নতুন পোশাক আতরের ঘ্রাণে
সকল দুঃখ কষ্ট ভুলি।
মৌ মৌ গন্ধ সুস্বাদু খাবারের
বাড়ি বাড়ি সমাদর কুটুমের।
সবাই সেজেছে খুশির সাজ
ঈদ মোবারক ঈদ আজ।