পথ শিশু
যখন মোরা স্কুলে যাই,
দেখি রাস্তার পাশে,
অনেক শিশু পড়ে আছে
দুঃখ কষ্টের মাঝে।
তাদের জন্য ভাবে না কেউ
কেউ করে না আদর,
আমরা থাকি সুখের মাঝে
বুঝি না তাদের কদর।
তাদের ও থাকে সপ্ন অনেক
মানুষ তারা ও বটে, পায়না শুধু একটু আদর স্নেহ,
তারাও বাঁচুক তারাও হাসুক
তারাও ভালো জীবন গড়ুক।