অন্তরের গভীরে বহমান চেতনার মহাসাগর,
জাগ্রত প্রত্যয়ে ভাসে স্বাধীনতার অনির্বাণ স্বপ্ন,
রক্তলাল ঢেউয়ে আঁকা নিষ্কলুষ অক্ষয় প্রতিমা,
দ্রোহের ঢেউ ভেঙে দেয় দুষ্কৃতি শাসনের শৃঙ্খল,
উত্তাল শব্দে জাগে বীরত্বের স্পষ্ট ভাষ্য।
শিকল বন্দি আত্মার কান্নায় গর্জে সমুদ্র,
ন্যায়ের শপথে বাঁধা দিগন্তের তরঙ্গ,
ধূলিমলিন প্রান্তরে চিরকালের অঙ্গীকার,
স্বাধীনতার বৃক্ষে ফুটেছে অমরতার ফুল,
সংকল্পের স্রোতে ভেসে যায় অবিচার।
স্বাধীনতা, চেতনার মহাসাগর শুষ্ক হবার নয় কখনো,
সংগ্রামের পথে উত্তাল ঢেউ ভাঙে দাসত্বের দেয়াল
অগ্নি বারুদ উদ্দাম উচ্ছ্বাসে ভাসে প্রেরণা,
তপ্ত রক্তের উজ্জ্বলতায় জন্মে নব পৃথিবী,
মানুষের দ্বারে উপস্থিত অটুট আশা অনন্ত শান্তি।
স্বপ্নের স্রোতে জাগে নতুন আলোকিত ভুবন,
মানবতার বিজয় গাঁথা লেখা হয় বারবার,
স্বাধীনতার অস্তিত্ব চির বহমান মহাসাগরে,
এগিয়ে চলে স্রোতে, থামে না সে কখনো,
প্রতিরোধের ভাষায় লেখা হয় মুক্তির মহিমা।