আমরা যা চাই তা পাওয়া হয় না
যা চাই না তাই পাই
যতই পাই থেকে যা অতৃপ্ত বাসনা,
চাওয়া-পাওয়ার সমীকরণ বিন্দুতে মিলে না।।
অনন্ত সেসব চাওয়ার নেই কোন প্রান্ত সীমানা।।
এভাবেই বেচে বরতে থাকা
চাইলে সবকিছু চাওয়া যায় না ধরে রাখা।।
অসীম নীল আকাশ অতলে যার ফাঁকা
তবুও মানুষের চোখ ভালোবাসার স্বপ্ন আঁকা।।
হেরে যাওয়া জীবনের শেষ কথা নয়
নতুন স্বপ্নে নতুন আশাতে দাঁড়াতে হয়
শত ব্যস্ততার পরও থাকে সম্ভাবনার হাতছানি।।
সম্ভাবনার পথে উজ্জীবিত জীবনের জয় ধ্বনি।।