রাত্রির আবরণ চূর্ণ করে আলোর প্রথম চুম্বন,
বিস্মৃতির আঁধার ভেদে প্রস্ফুটিত নতুন ভোর,
অসীম নক্ষত্রের জ্যোতি মিলায় ধীরে ধীরে,
সূর্যের স্নিগ্ধ আভায় উদ্ভাসিত নতুনের অনুরণন,
ভোর, প্রত্যাশার স্রোতে বাঁধে নির্ধারিত সংকল্প।
অবয়বের কণায় প্রকাশ অনির্বাণ শক্তি,
মুক্তির স্বাদ জাগে প্রকৃতির বুকে,
শিশির বিন্দুতে আঁকা সুদূর কল্পনা,
সুগন্ধি বাতাসে ভাসে প্রজ্ঞার আহ্বান
ভোর, এক মহাসমারোহে উজ্জীবিত আশা।
বাতাসের মৃদু কাঁপনে উদিত স্পর্শের আবেশ
অন্ধকারের শিকড় ছিন্ন করে ওঠে আলো,
সবুজ পাতায় ফুটে ধ্রুপদী বর্ণালী রং
ধূলির প্রান্তে আঁকা নবীন দৃশ্যপট, মুছে ক্লান্তি
ভোর, তারুণ্যের ঠোঁটে বর্ণিল সম্ভাবনার ফুল ।
স্বপ্নের উত্থানে সত্তায় বাজে আকাঙ্ক্ষার দৃঢ়তা,
অদম্য চেতনায় উদ্ভাসিত দিগন্তে দৃঢ় বিশ্বাস,
উঁকি দেয় শাশ্বত দৃপ্ততায় উচ্ছল ভবিষ্যৎ,
আলোকিত স্বপ্নে বাঁচে হৃদয়ের বেগ,
ভোর, নতুনত্বের মূর্ছনায় ফুটে প্রজ্ঞার আলো।