ঐ দূর নীল আকাশে হারিয়ে যাব – – —
তোমার উষ্ণ ভালোবাসায় !
অজানা পথে হাঁটছি !
আকাশ যদি ঢেকে যায়
মেঘের ঘনঘটায়, ভয় পেওনা আমি আছি তোমার সাথে!
রৌদ্র মেঘের লুকোচুরি খেলা পাতায় পাতায়।
মিষ্টি একটা গান লেখা হয়ে যেত!
পাখির কিচি মিচি ও মিষ্টি গানের শব্দ সকাল কে প্রাণবন্ত করে তুলতো!
তবু ও তোমাকে খোঁচা মারতাম।
কিন্তু তোমাকে বলার মতো কোন কথা খুঁজে পেতামনা!