আমার হটাৎ সাজুগুজুতে মনোযোগ
বেড়েছে সখ, সৌখিনতা
মনের স্বাধীনতা।
রঙ গুলো কেমন আরও রঙিন
আপন মানুষ আর প্রকৃতির প্রতি উপচে পড়ে ভালবাসা
অনুভুতিরা সীমাহীন।
যেখানে আগে সবার কথা গায়ে মাখতাম
এখন অনেক কথা যেন শুনতেই পাই না
অন্যের কথা শুনে, অন্যের পছন্দে চলতে, হিমসিম খাওয়া
এখন আর হয় না।
নিজের কথা শুনে, নিজের মতো চলতে কেমন লাগে
চল্লিশের আগের জীবনে কি করে যেন ছিল অজানা।
রান্নাঘরের সময়টা নিজের মনে হত না কখনই
মনে হত জীবন যেন সবার ফরমায়েশ মানার জন্যই।
চল্লিশে এসে, রান্নাঘরে খুজে পাই ভালবাসা
রাধি, প্রিয়জনদের জন্য নতুন নতুন আর হরেক রকমের রেসিপি
এখন রান্নাঘর প্রিয়, আপন মানুষদের খাওয়াতে ভালবাসি।
ভাল লাগার রেশ খুজে পাই পুরনো গান, সুর আর সঙ্গীতে
আর ফেলে আসা ভালবাসাময় সময়ের স্মৃতিতে।
প্রিয় মানুষের ভালবাসায় খুজে পাই শান্তি
এখন যেনো আমিও তাদের একটু বেশীই ভালবাসি।
নিজের উপর নিয়ন্ত্রণ যেমন বেড়েছে
উপলব্ধিদের গভীরতাও তেমনই যেনো বেড়েছে।
আবেগে, অনুভুতিতে এখন আরও অনেক পরিনত
চঞ্চলতা বা নিস্তব্ধতাতেও ভালবাসা অবারিত।
কে বলেছে, চল্লিশের পরে, প্রেমে পড়ে না মন
আমি জানি, প্রেমের অনুভুতিরাও বেড়েছে বহুগুন।
আকাশের বিশালতা, নদীর বয়ে চলা
সাগরের ঢেউ আর পাখিদের মুখরতা
ফুলের সুশোভিত সৌরভ আর প্রকৃতির চঞ্চলতা
সব যেনো বেশি টানে, বেড়েছে আকুলতা
চল্লিশ পেরিয়েই যেনো আসে পূর্ণতা।