যে পথে হেটেছি পাশাপাশি বহুদিন।
আকাশের নির্মল নীলিমা দেখেছি দুজন,
যেখানে ছিল না আমাদের বিপরীত পরিচয় কোন!
অসংখ্য সমুদ্র পাড়ি দিয়ে একসাথে
বাতিঘর খুঁজে ফেরা দিকভ্রান্ত নাবিকের মত
বহুদিন খুঁজেছি তোমাকে।
শর্তহীন ভালোবাসা ছিল প্রতাশ্রয়
ধূসর সৈকত আর প্রবল উচ্ছ্বাস ভালোবেসে
বহুদিন খুজেছি তোমাকে!
বিচলিত- ধৈর্যহীন বিশাল নয়নে
তুমিও কি খোঁজ না আমাকে?
ব্যাপক বিরহ – বিষকাটা বুকে পুষে
অবিচল অভিযোগে অভিমানে ;
তাই খোঁজনি আমাকে।