কাজী নজরুল তুমি বিশ্বের কবিদের রবি,
লাখো কবির হৃদয়ে অম্লান থাকবে তোমার ছবি।
ঘুমন্ত জাতিকে জাগিয়েছো কবিতা-গানে,
জেল,জুলুম ফাঁসীর ভয় ছিলোনা তব প্রাণে।
জাতি ধর্ম বর্ণ দেশ কালের ভেদ ছিলনা তোমার মাঝে,
তাইতো তোমায় বিশ্বের অনন্য কবিই সাজে।
তোমার অগণিত লেখা কবিদের মাঝে রবে অনন্য,
লাখো কবিদের ভক্তিতে তুমিই পেয়েছো প্রাধান্য।
হে অমর কবি তুমি সৈনিক লেখক গায়ক সাধক,
তুমি বিদ্রোহী কাব্য গজল গানে সুরের নায়ক।
তুমি সকল নিপীড়িত নিগৃহীত মানুষের আশ্রয়,
তুমি জালেম অপরাধী শোষকের মহাপ্রলয়।
শত বেদনার মাঝে তোমাতে পাই মোরা শান্তনা,
তোমার লেখায় কণ্ঠ মিলিয়ে মিটাই মনের বাসনা।
তেইশ বছরের লেখায় তুমি বাংলায় রবে অম্লান,
বহুমুখী প্রতিভায় তুমি কুড়িয়েছো শ্রেষ্ঠ সম্মান।
কবি সুফি সাধক তোমার আগমন ধরার কল্যাণে,
প্রেমের সাগর তুমি বিদায় নিলে প্রেম না পাওয়ার অভিমানে।
তোমার চর্চা ছাড়া বাংলায় উচ্চ শিক্ষাও অশিক্ষিত,
যাদের দ্বারা হবেনা গঠন কল্যাণ রাষ্ট্র গঠন নিশ্চিত
তুমি নিপীড়িত মানুষের তরে শ্রষ্ঠার আশীর্বাদ,
তোমার লেখনী সমাজ গঠনে হোক মহা সম্পদ।
হে মহামানব কাজী কবি নজরুল ইসলাম,
চিরকাল তোমার আত্নায় অসংখ্য শ্রদ্ধা ও প্রণাম।