আমিনুল ইসলাম আপেল,স্টাফ রিপোর্টার: কাজল আরেফিন অমি’র হাউ সুইট এ রংপুরের মালু দেওয়ান
ব্যাচেলর নাটকের নির্মাতা প্রতি ঈদেই বিশেষ কিছু নির্মাণ করে থাকেন। যা দেশ ও দেশের বাহিরে থাকা বাঙ্গালিরা চরম আগ্রহ নিয়ে দেখেন।
তবে এবারের ঈদে একটু বিশাল চমক নিয়ে দর্শকদের জন্য হাজির হচ্ছেন জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমি। এবারের ঈদে তার প্রডাকশন হাউজ বুম ফিল্ম থেকে নির্মাণ করেছেন ‘হাউ সুইট’। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুখ অপূর্ব, তাসনিয়া ফারিন, সাইদুর রহমান পাভেল, এরফান মৃধা শিবলু এবং ব্যাচেলর নাটকের জনপ্রিয় চরিত্রগুলির মধ্যে পলাশ / কাবিলা, মারজুক রাসেল / পাশা ভাই, চাসি / হাবু ভাই শিমুল। ‘হাউ সুইট’ এ একটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন বালাম এবং নেন্সি। এটি দেখা যাবে OTT Bongo তে। গত ২৫ মার্চ ব্লকবাস্টারে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।
‘হাউ সুইট’ এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রংপুরের মালু দেওয়ান। তিনি বলেন, এটা আমার জন্য বিশাল একটি পাওয়া। কাজল আরফিন অমি ভাই এরকম হাই ভোল্টেজ ফিল্মে আমাকে একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন। প্রথমে খুব টেনশনে ছিলাম। প্রিমিয়ার শো চলাকালীন দর্শক যখন চিৎকার করছিলো এবং হাসি থামছিলোনা তখন বেশ ভালো লেগেছিল। আপনাদের সকলকেই বলবো ঈদে যদি চরম বিনোদন পেতে চান তাহলে বঙ্গ তে মাত্র ২৫ টাকায় দেখে ফেলুন কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’।