রফিকুল ইসলাম জিলু,ব্যুরো ঢাকা: সাভারের আশুলিয়ার আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণ করার ঘটনায় মামলা হয়েছে। মামলা পর থেকে পলাতক রয়েছে শারমিন শিলা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বুধবার রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,সাভারের আশুলিয়া বসবাসকারী শারমিন শিলা পেশায় একজন বিউটিশিয়ান। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করতেন। শারমিন শিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত। সে তার ছেলে মেয়ে কে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতেন। সেসব ভিডিওতে দেখা যায়, ছেলে মেয়ে সঙ্গে মাতৃ সুলভ আচরণ না করে মানসিকভাবে নির্যাতন ও ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন কাজ করতে বাধ্য করতেন শারমিন শিলা।
সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান ঢাকা পোস্টকে বলেন, শারমিন শিলা তার বাচ্চাদের নিয়ে যোগাযোগমাধ্যমে ভিউ বাড়াতে নিষ্ঠুর আচরণ করেন। এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শিশু আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি বলে জানান তিনি।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, শারমিন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার পর থেকেই শারমিন শিলা পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
উল্লেখ্য,গত ৩০ মার্চ নিজের ফেইসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন শারমিন শিলা। যা পরবর্তীতে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, শারমিন শিলা তার মেয়ে শিশুকে জোর করে একহাতে দিয়ে মুখে চাপ দিয়ে ধরে হা করিয়ে জোর করে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছে। এছাড়াও, সে তারা ছেলে ও মেয়ে শিশুদের ক্যামেরার সামনে এনে জোর করে চুলকাটা, রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করেছেন।