মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের গোড়গ্রাম এলাকায় পানিতে পড়ে শিশুর মৃতদেহ ও সান্তাহার পৌর শহরের পোঁওতা টিকড়ী রেললাইনের পাশে থেকে এক ট্রাক্টর চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পানিতে পড়ে মৃত্যু রওজা মুনি (২) আদমদীঘি উপজেলা সদরের গোড়গ্রামের মোস্তাকিম আলীর কন্যা ও নিহত ট্রাক্টর চালক আমিরুল ইসলাম (৩৬) উপজেলার সান্তাহার পৌর শহরের পৌওতা টিকড়ী পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে ও আদমদীঘি থানায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সঙ্গে খাবার খেয়ে খেলার জন্য বাড়ি থেকে বেড় হন রওজা মুনি। কিছু সময় পর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বেড় হয়। এসময় গ্রামের একটি পুকুরে মৃত অবস্থায় পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। একই দিনে সান্তাহার পোঁওতা টিকড়ী রেললাইনের পাশে থেকে আমিরুল ইসলাম নামের এক ট্রাক্টর চালকের রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। ধারনা করা হচ্ছে, কেবা কাহারা শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রেখে যায়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, হত্যার কারণ উদঘাটন করার জন্য চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। এদিকে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কেউ জানায়নি।