ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা বিএনপির ৩১ দফার মধ্যে অনেক কিছুর মিল আছে। সে কারণে ৩১ দফার উপরে আর কোন সংস্কার নাই। আর নির্বাচনের মধ্য দিয়ে ৩১ দফা বাস্তবায়ন হলে এ বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না বলে দৃঢ় বিশ্বাস করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) বিকেলে ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র জয়নাল আবেদীন মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা বিএনপির ৩১ দফার মধ্যে অনেক কিছুর মিল আছে। ৩১ দফা বাস্তবায়ন হলে ও এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে সবার আন্তরিকতা সহযোগিতার মধ্যে দিয়ে এবং সকল রাজনৈতিক দল মত একত্রিত করে এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে এই বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না বলে আমার দৃঢ় বিশ্বাস।

মির্জা ফখরুল আরো বলেন, একদিকে আন্দোলন চলছে আরেকদিকে ২৭ দফা ভিত্তিক কাজ গুলো আমরা করে যাচ্ছি। এক পর্যায়ে ২৭ দফা ৩১ দফায় উন্নীত হয়। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল সে আন্দোলনে আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিল। তাদের সবার আলাপ আলোচনার প্রেক্ষিতে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ৩১ দফা ঘোষণা করি। তারেক রহমানের চিন্তা চেতনা সকল দল মতকে একত্রিত করার ও অভিষ্ট লক্ষ্যে পৌঁছার সেটি ৩১ দফার মধ্যে ধীরে ধীরে সম্ভব হয়ে উঠেছিল এবং আন্দোলন বেগবান হয়েছিল। সেই আন্দোলনটি এক দফার ভিত্তিতে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে।

সবাইকে সজাগ ও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৃত পক্ষে ৩১ দফা শুরু করলেও আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারিনি। তাই আজকে সময় ও সুযোগ এসেছে। বাস্তবভিত্তিক এই ৩১ দফা পয়েন্ট ও বিষয় ভিত্তিক আপনাদের তুলে ধরতে হবে। কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি’র বক্তব্যে দ্বিতীয় অধিবেশনে তিনি বলেন, এটাই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকার। এটা সময় ঐক্যের। এই সময়টা বিভেদের নয়। তাই দলীয় ও সমমনা দলগুলোর ঐক্যের উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তারেক রহমান আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে এখন দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রয়োজন প্রতিটি রাজনৈতিক দলকে সংক্ষিপ্ত ও জরুরি সংস্কার ও দ্রুততম নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্য ও সহমত হওয়ার বিকল্প নেই। বিপদগামী ও শৃঙ্খলাবিহীন দলীয় নেতাকর্মীদের হুসিয়ারি দিয়ে তারেক রহমান আরো বলেন, চাঁদাবাজি বা ধান্দা বাজি করে টাকার মালিক হওয়া গেলেও দলে দায়িত্ব ও গুরুত্বপূর্ণ পদ আর পাওয়া যাবে নাহ। শুধু সৎ, যোগ্য, দক্ষ এবং ত্যাগীদেরই আগামীর বিএনপির নেতৃত্বে আনা হবে। সে বিষয়ে কোন সন্দেহ ও সংশয় নেই। তাই যারা দলের নাম ভাংগিয়ে অপকর্মে যুক্ত হবে তাদের বিরুদ্ধে বহিষ্কারসহ কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলেও হুসিয়ারি দেন তিনি।

প্রশিক্ষণ কর্মশালা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্মসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্র সংসদের ভিপি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান প্রমুখ। কর্মশালায় কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন নেতাসহ জেলা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা ৩১ দফার মধ্যে অনেক মিল আছে ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন বগুড়ায় ৬৯ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি ৮২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২ পার্বতীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার মানবাধিকার উন্নয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে মত বিনিময় সভা ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনা ও পূর্ব শত্রুুতার জেরে হামলা গৃহবধু আহত,থানায় মামলা ডোমারের গোমনাতীতে অধ্যক্ষকে মারধর, ধর্ষনের গুজবে মব জাষ্টিস,থানায় মামলা প্রকাশ্য দিবালোকে গাছ কর্তন উদ্ধার করলেন তশীলদার আদমদীঘিতে ১০০ পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ ব্যাবসায়ী আটক কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলীগের ৪ নেতা আটক   দিনাজপুর গুলশান মার্কেটের ভাড়াটিয়া এখন দোকান মালিকানা দাবি  কুড়িগ্রামে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের বাস্তবায়নের দাবিতে মানববন্ধন পার্বতীপুরে ডেমোক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের সভা অনুষ্ঠিত  দিনাজপুরে বিসিআইসির পরিচালক যুগ্মসচিব ও নির্বাহী অফিসারের বাফার (সার) গোডাউন পরিদর্শন পার্বতীপুরে সন্ধানী লাইফ ইনসুরেন্সে মৃত্যুরদাবির চেক প্রদান ফিলিস্তিনি মুসলমানদের হত্যার প্রতিবাদে মানবাধিকার সংস্থার বিক্ষোভ মিছিল বাংলাদেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জে আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই কঙ্গোতে আগুন লেগে নৌকাডুবি, নিহত অন্তত ১৪৮ জন ঠাকুরগাঁওয়ে রাজস্ব ফাঁকি দিতে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ রংপুরে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ভোলা-বরিশাল সেতুর জন্য জেলাবাসীর দ্রুত বাস্তবায়নে দাবী  পরিবহনে তল্লাশির সময় যাত্রীবেশে থাকা সুইচ গিয়ারসহ ১ ছিনতাইকারী আটক চরফ্যাসনের আওমী ফ্যসিবাদী লুটপাটের স্টেডিয়াম বাতিল বগুড়ায় পুলিশের উপর হামলা: কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেপ্তার সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ড. ইউনূস চিরিরবন্দরে সাব রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানে অফিস সহকারিকে সাময়িক বরখাস্ত
Translate Here »